EporchaGovBD হলো বাংলাদেশের ই-পর্চা, খতিয়ান, খাজনা/কর ও ভূমি সম্পর্কিত সকল সরকারি সেবাসমূহের একটি তথ্যপ্রদান মূলক ওয়েবসাইট। এখানে ই-পর্চা, খতিয়ান, ও ভূমি সম্পর্কিত অন্যান্য সেবার দিকনির্দেশনা ও এ সংক্রান্ত সরকারি নোটিশ সমূহ পাবলিশ করা হয়।
আমাদের EporchaGovBD ওয়েবসাইট টি বর্তমানে বাংলাদেশের একটি বিশ্বস্ত ও সঠিক তথ্যে পরিপূর্ণ অনলাইন প্লাটফর্ম। এটি কোন সরকারি ওয়েবসাইট নয়, বরং এটি শুধু তথ্যমূলক ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য হলো- ডিজিটাল বাংলাদেশে যেন প্রতিটি সাধারন নাগরিক নিজে নিজেই অনলাইনে ই-পর্চা সেবা ভোগ করতে পারে। অনেকেই এ সম্পর্কিত সুষ্ঠ ধারনার অভাবে নিজে নিজে জমির পর্চা সংগ্রহ করতে পারেনা এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেনা। এতে করে তাদের ভূমি সেবা প্রাপ্তির অধিকার বিঘ্নীত হয়।
বাংলাদেশে জমির খাজনা, ই-পর্চা, খারিজ করা ও ভূমি সম্পর্কিত যেসকল জালিয়াতি ও প্রতারনা হয়ে থাকে, সেসকল কার্যক্রমের বিপরীতে জনসচেতনতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তাই বাংলাদেশের সকল সাধারন নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করতে এবং যাবতীয় প্রতারনা ও জালিয়াতি থেকে বাচাতে আমাদের এই ওয়েবসাইটে সঠিক টিউটোরিয়াল ও দিকনির্দেশনা দেওয়া হয়। আমরা চাই মানুষ যেন সরকার নির্ধারিত ফি দিয়েই নাগরিক সেবা পেতে পারে, তাদের যেন কোন প্রকার বাড়তি অর্থ প্রদান করতে না হয়।
আমাদের ওয়েবসাইটের দেওয়া দিকনির্দেশনা ও আর্টিকেল আকারে পাবলিশ করা টিউটোরিয়াল গুলো আপনি নিজে নিজেই অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত নাগরিক সেবা নিতে পারবেন। তাই আপনার প্রয়োজনের ভিত্তিতে প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে আমাদের EporchaGovBD.info সাইটে ভিজিট করতে পারেন।
এছাড়াও আমাদের সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানতে আমাদের অন্যান্য পেজ গুলো পড়ে নিতে পারেনঃ
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
“The EporchaGovBD.info Team”