অনলাইনে জমির খাজনা চেক করার নিয়ম 

অনলাইনে জমির খাজনা চেক করার নিয়ম

অনলাইনে খুব সহজেই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জমির খাজনার চেক করা যায়। তাই কত টাকা খাজনা বকেয়া রয়েছে, বা অনলাইনে খাজনা দেওয়ার পর তা পরিশোধ হয়েছে কি-না, সে সম্পর্কে জানতে এই আর্টিকেলে সম্পূর্ণ নিয়মটি পড়ে নিন।

ভূমি সংক্রান্ত সরকারি সেবা ও সহযোগিতা পেতে জমির খাজনা পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড করতে কিংবা জমি বেচা-কেনা করতে চাইলে হাল সন পর্যন্ত ভূমিকর পরিশোধ করে নিতে হয়। 

তাই বর্তমান সময় পর্যন্ত আপনার জমির খাজনা পরিশোধ হয়েছে কিনা, কিংবা কত টাকা খাজনা বাকি রয়েছে তা অনলাইনে ভূমি অফিসে গিয়ে জেনে নিতে হবে। বর্তমানে যেহেতু অনলাইনেই খাজনা চেক করা যায়, তাই আমরা এই আর্টিকেলে সহজ প্রক্রিয়াটি জেনে নেব।

জমির খাজনা চেক ২০২৪

অনলাইনে জমির খাজনা চেক করার জন্য ভূমি মন্ত্রণালয়ের ldtax.gov.bd ওয়েব সাইটে ভিজিট করে নাগরিক কর্ণার অপশনে গিয়ে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করুন। তারপর খতিয়ান অপশনে ক্লিক করে আপনার জমির খতিয়ানের তথ্য দিয়ে অনুসন্ধান করুন। খতিয়ানের তথ্য চলে আসলেই জমির খাজনা কত টাকা এবং কত টাকা ভূমিকর বাকি রয়েছে তা জানতে পারবেন। 

এভাবে অনলাইনে খুব সহজেই জমির খাজনার পরিমাণ চেক করা যায়। অতীতে জমির খাজনা কত টাকা হয়েছে, তা জানার জন্য স্থানীয় ভূমি অফিসে যেতে হতো। এবং ভূমি অফিসেই খাজনার অর্থ পরিশোধ করতে হতো।

এক্ষেত্রে অনেক মানুষ জালিয়াতির শিকার হতো। কারণ বিভিন্ন ভূমি অফিসগুলোতে সরকার নির্ধারিত খাজনার চেয়ে কয়েক গুণ বেশি টাকা রাখা হতো। 

তবে বর্তমানে অনলাইনেই জমির খাজনা চেক করা যায় এবং নির্ধারিত অর্থই অনলাইনে পেমেন্ট করা যায়। উপরোক্তভাবে খাজনার পরিমাণ জানার পাশাপাশি, আপনি এই পর্যন্ত কত টাকা খাজনা পরিশোধ করেছেন এবং কত টাকা বাকি রয়েছে তা সহজেই জানতে পারবেন।

আরও পড়ুনঃ

ভূমির খাজনা চেক করতে কি কি লাগে?

জমির খাজনা অনলাইনে চেক করতে যেসকল তথ্যের প্রয়োজন হবে, সেগুলো হলো:

  • জমির খতিয়ানের অবস্থান অনুযায়ী, বিভাগ>জেলা>উপজেলা>মৌজা। 
  • খতিয়ান নং।
  • জমির মালিকের নাম।
  • হোল্ডিং নম্বর। 

আরও পড়ুনঃ জমির খাজনা কত টাকা শতক ২০২৪

অনলাইনে জমির খাজনা চেক করার নিয়ম

অনলাইনে জমির খাজনা চেক করার জন্য: 

  • প্রথমেই ldtax.gov.bd/citizen/register/ এই লিংকে প্রবেশ করুন।
  • তারপর nid নাম্বার, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
  • এবার ড্যাশবোর্ড থেকে খতিয়ান অপশন এ ক্লিক করুন।
  • আপনার জমির খতিয়ানের তথ্য অনুসারে হোল্ডিং নাম্বার দিন।
  • অবস্থান অনুযায়ী বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা সিলেক্ট করুন। 
  • “অনুসন্ধান করুন” বাটনে ক্লিক করে খতিয়ানের তথ্য চেক করুন।

এভাবে খতিয়ানের তথ্য চলে আসলে, বিস্তারিত অপশনে ক্লিক করে খতিয়ানের বিস্তারিত এবং বর্তমানে বকেয়া খাজনার পরিমাণ সম্পর্কে জানতে পারবেন। 

উপরোক্ত সংক্ষিপ্ত পদ্ধতিটি আপনার কাছে কঠিন মনে হতে পারে। তাই আপনাদের জন্য আরও বিস্তারিত ভাবে ধাপে ধাপে ছবিসহ অনলাইনে জমির খাজনা চেক করার প্রক্রিয়াটি দেখানো হলো:

ধাপ ১: ldtax gov bd ওয়েবসাইটে যান

জমির খাজনার পরিমাণ অনলাইনে চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম ভূমি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে ভিজিট করতে হবে। এর জন্য সর্বপ্রথম Google Chrome Browser এ গিয়ে সার্চ করুন ldtax, তারপর প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।

অথবা, আপনি সরাসরি এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন – ldtax.gov.bd। 

আরও পড়ুনঃ খতিয়ান কি? খতিয়ান কত প্রকার ও কি কি?

ধাপ ২: নাগরিক একাউন্ট রেজিস্টার করুন

ওয়েবসাইটের হোম পেজের মেন্যু থেকে নাগরিক কর্নার অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনার পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন। পড়বে কোন একাউন্ট না থাকলে রেজিস্টার লেখাতে ক্লিক করুন। 

এবার আপনার এনআইডি কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে, ক্যাপচা পূরণ করে একাউন্ট রেজিস্টার করুন। তারপর মোবাইল নাম্বার ভেরিফাই করে একাউন্টে ড্যাশবোর্ডে যান। 

ধাপ ৩: খতিয়ানের তথ্য যুক্ত করুন

অনলাইনে জমির খাজনা চেক করার জন্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জমির খতিয়ান যুক্ত করতে হয়। খতিয়ান যুক্ত করতে আপনি মেন্যু বার থেকে খতিয়ান অপশনে ক্লিক করবেন। তারপর জমির খতিয়ানের অবস্থান অনুযায়ী, বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা সিলেক্ট করবেন। 

সর্বশেষে জমির হোল্ডিং নাম্বার দিয়ে খতিয়ানের তথ্য অনুসন্ধান করবেন।

আরও পড়ুনঃ জমি কিনতে কি কি কাগজ লাগে ২০২৪?

ধাপ ৪: জমির খাজনা চেক করুন

খতিয়ানের তথ্য চলে আসলে, বাম পাশে একটি ‘বিস্তারিত’ লেখা অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই আপনার জমির খতিয়ানের যাবতীয় তথ্য, মালিকানার তথ্য এবং খাজনার পরিমাণের তথ্য জানতে পারবে। 

এখানে, বিগত দিনগুলোতে আপনি অনলাইনে কত টাকা জমির খাজনা পরিশোধ করেছেন, আপনার জমির সর্বমোট খাজনা কত টাকা এবং বর্তমানে কত টাকা খাজনা বকে রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

এভাবে খুব সহজেই মাত্র ২ মিনিটেই আপনি ঘরে বসে আপনার জমির সর্বমোট বকেয়া খাজনার পরিমাণ জানতে পারবেন। তারপর অনলাইনে বিকাশের মাধ্যমে খাজনা পরিশোধ করে ফেলতে পারবেন।

জমির খাজনা চেক করবো কিভাবে?

আপনি যদি অনলাইনে জমির খাজনা চেক করতে চান, তাহলে ldtax.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে নাগরিক কর্নার থেকে একটি একাউন্ট রেজিস্টার করবেন। তারপর একাউন্টে লগইন করে খতিয়ান অপশনে গিয়ে আপনার জমির খতিয়ানের তথ্য সাবমিট করে অনুসন্ধান করবেন।

খতিয়ানের তথ্য চলে আসলেই, বিস্তারিত অপশনে গিয়ে জমির খাজনা কত টাকা তা জানতে পারবেন।

আরও পড়ুনঃ জমির ই নামজারি করতে কি কি লাগে ২০২৪

ভূমি অফিসে গিয়ে খাজনা চেক

উপরোক্ত পদ্ধতিতেই আপনি ঘরে বসে আপনার জমির মোট খাজনার পরিমাণ জানতে পারবেন। এর জন্য আপনাকে ভূমি অফিসে যেতে হবে না। 

যদিও বর্তমানে অনলাইনেই একজন নাগরিক তার জমির সর্বমোট খাজনার পরিমাণ জানতে পারে। কিন্তু অনেকেরই ইন্টারনেট সম্পর্কিত ধারণা না থাকার কারণে অনলাইনে চেক করতে পারে না।

তাছাড়া কখনো কখনো ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটগুলোর সার্ভারে সমস্যা থাকে। সেক্ষেত্রে সরাসরি ভূমি অফিসে গিয়েই খাজনার পরিমাণ জেনে নিতে হয়। আবার, প্রথমবারের মতো অনলাইনে খাজনা পরিশোধ করলে, তা পরিশোধ হয়েছে কিনা সেটা জানতেও ভূমি অফিসে যায় অনেকেই। 

ইউনিয়ন পরিষদের বা উপজেলা ভূমি অফিসে গিয়ে জমির মালিকানা তথ্য, খতিয়ান নং এবং হোল্ডিং এর তথ্য দিয়ে আপনার জমির খাজনা পরিশোধ হয়েছে কিনা তা জানতে পারবেন।

আরও পড়ুনঃ বর্তমানে নামজারি করতে কত টাকা লাগে জেনে নিন

শেষকথা 

উপরোক্ত আলোচনা থেকে অনলাইনে জমির খাজনা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। এবার এই ধাপগুলো অনুসরণ করে আপনি নিজেই আপনার জমির খাজনা চেক করে নিতে পারবেন।

তবে কিছু ক্ষেত্রে খতিয়ানের তথ্য অনলাইনে পাওয়া যায় না, সেক্ষেত্রে খাজনা চেক করা যায় না। এমতাবস্থায় স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করবেন। আশাকরি, সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *